মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৩

বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য সমুহ :

জাতীয় স্মৃতি সৌধ : ‘জাতীয় স্মৃতি সৌধ’ ঢাকার সাভারে অবস্থিত ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
১৬ ডিসেম্বর ১৯৮২ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ এটির উদ্বোধন করেন । জাতীয় সৃতি সৌধ কে ‘একটি সম্মিলিত প্রয়াস’ নামে অভিহিত
করা হয় । ১০৯ একর জায়গার ওপর এটি নির্মাণ করা হয় । এর প্রতিষ্ঠাতা ‘মঈনুল হোসেন’ । ৭টি ফলক বিশিষ্ট জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা
৪৬.৫ মিটার বা ১৫০ ফুট । স্বাধীনাতা আন্দলনের সাতটি পর্যায়ের নিদর্শন স্বরুপ এই ৭টি ফলক, পর্যায় গুলো হল (১) ৫১ এর ভাষা আন্দোলন (২) ৫৪ এর
নির্বাচন (৩) ৫৮ এর সামরিক শাষনের বিরুদ্ধে আন্দোলন (৪)৬২ এর শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন (৫) ৬৬ এর ৬দফা ও (৭) ৭১ এর মুক্তিযুদ্ধ ।জাতীয়
স্মৃতি সৌধ প্রাঙ্গনে ১০টি গনকবর দেয়া আছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন